প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির সাথে জড়িত তিন" প্রতারক আটক

আব্দুল ওয়াহাব লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ভিসা প্রসেসিং করার দায়ে ০৩ প্রতারকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার(০৩ নভেম্বর) বিকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্বাবধানে, থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, থানায় কর্মরত এসআই গোবিন্দ্র চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আমিরাবাদ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিং-এ আলমগীর নামক এক ব্যক্তি ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ভিসা প্রসেসিং করার জন্য জাল পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর কে আটক করেন।আটক আলমগীরকে জিজ্ঞাসাবাদে জানায় পুলিশ ক্লিয়ারেন্স টি আল আকছা ট্রাভেলস-এর মালিক শাহ আলম থেকে টাকার বিনিময়ে সংগ্রহ করেছে।তার দেওয়া তথ্য মতে আল আকসা ট্রাভেলসে উপস্থিত হয়ে তল্লাশি করে, তার দেওয়া তথ্য মতে আল আকসা ট্রাভেলসে উপস্থিত হয়ে তল্লাশি করেন এবং শাহ আলমের ব্যবহৃত মোবাইল ফোনটিতে জালিয়াতির তথ্য-উপাত্ত পাওয়া যাওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন এবং তাকে আটক করেন। আসামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদে সে জানায় পুলিশ ক্লিয়ারেন্সটি মোঃ বেলাল (৩৫) এর মাধ্যমে সংগ্রহ করেছে। ঐ দিনে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন লোহাগাড়া থানাধীন লোহাগাড়া থানার সামনে কম্পিউটার দোকানের মোঃ নাজাত নামক এক ব্যক্তি ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দিয়ে ব্যবসা করে আসতেছে।ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ নাজাতকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে মোঃ নাজাত স্বীকার করে যে, সে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে ব্যবসা করে আসতেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়ায়।
আসামীরা পরস্পর যোগসাজসে পুলিশ ক্লিয়ারেন্স গুলো প্রত্যারনার উদ্দেশ্যে জালিয়াতি করে তৈরি করে পুলিশ ক্লিয়ারেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি ভিসা প্রসেসিং-এর কাজে ব্যবহার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।বাকীদেরও ধরতে পুরিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট